বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন

তুরস্কের ইস্তাম্বুলের মেয়র পুনর্নির্বাচনেও হারলো এরদোয়ানের দল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৪ জুন, ২০১৯
  • ৪৬৩ সময় দেখুন

ভোটে অনিয়মের অভিযোগে তুরস্কের ইস্তাম্বুলের মেয়র নির্বাচন স্থগিত করা হয়েছিল। তবে পুনরায় অনুষ্ঠিত হওয়া নির্বাচনেও হেরেছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের দল। ৫৪ শতাংশ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন বিরোধীদল ‘রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) প্রার্থী ইকরাম ইমামোগলু। আগের নির্বাচনেও তিনি জয়লাভ করেছিলেন। প্রায় সব ব্যালট গণনা শেষে দেখা গেছে তুরস্কের প্রধান বিরোধীদল ৫৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

মার্চে অনুষ্ঠিত ইস্তাম্বুলের মেয়র নির্বাচনেও জয় পেয়েছিলেন ইমামোগলু। কিন্তু এরদোয়ানের ক্ষমতাসীন দল একে পার্টি ভোটে অনিয়মের অভিযোগ আনার পর ওই নির্বাচন বাতিল করে দেশটির নির্বাচন কমিশন।

ইমামোগলুর প্রতিদ্বন্দ্বী একে দলের প্রার্থী তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম পরাজয় স্বীকার করে নিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ইমামোগলুকে অভিনন্দন জানিয়েছেন। এক টুইটে এরদোয়ান বলেন, ‘প্রাথমিক ফলাফলের ভিত্তিতে জয়ী প্রার্থী ইকরাম ইমামোগলুকে অভিনন্দন জানাচ্ছি আমি’।

ইস্তাম্বুলের মেয়র নির্বাচনের এই ফলাফলকে এরদোয়ানের জন্য বড় ধরনের বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে। কারণ এরদোয়ানই একসময় বলেছিলেন, ‘যে ইস্তাম্বুল জয় করে, সে তুরস্ক জয় করে’।

নির্বাচনে জয়ের পর দেওয়া ভাষণে ইমামোগলু বলেছেন, ‘ইস্তাম্বুল ও তুরস্কের জন্য এক নব সূচনা হল। ইস্তাম্বুলে আমরা এক নতুন অধ্যায় শুরু করছি। এ অধ্যায় হবে ন্যায়বিচার, সমতা আর ভালবাসায় পরিপূর্ণ’। প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর