মুন্সীগঞ্জ, ০৮ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা-মাওয়া অ্যাম্বুলেন্সের পেছনে বাসের ধাক্কায় একই পরিবারের চারসদস্যসহ ৫ জন নিহত হয়েছেন।বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নীমতলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— আব্দুস সামাদ ফকির (৬০), তার ছেলে হাফেজ বিল্লাল ফকির (৪০), মেয়ে আফসানা (২২) ও অ্যাম্বুলেন্স চালক মাহবুব সরদার (২৮)। অপরজনের নাম জানা যায়নি।
জানা যায়, ঘটনাস্থলে এক নারী নিহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিলে সেখানে দুজন নারী ও দুজন পুরুষ নিহত হয়েছেন। এ নিয়ে তিনজন নারী ও দুজন পুরুষসহ পাঁচজন নিহত হয়েছেন।
আহতরা জানান, তাদের বাড়ি মাদারীপুরের সদর উপজেলার মিঠাপুর গ্রামে। বিল্লাল ফকিরের স্ত্রী রোজিনা বেগম (৩০) অন্তঃসত্ত্বা। চলতি মাসের ২৩ তারিখ তার বাচ্চা প্রসবের সম্ভাব্য তারিখ। তবে গতরাত থেকে তার ব্যথা হচ্ছিল। এজন্য সকালে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে পরিবারের ১০ জন মিলে ঢাকার পথে আসছিলেন। ঢাকার ধানমন্ডি এলাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা ছিল। অ্যাম্বুলেন্সে করে রওনা দেয়ার পর এক্সপ্রেসওয়ের নীমতলি এলাকায় আসার পর চাকা পাংচার হয়ে যায়। এরপর রাস্তার ডান পাশে চাপিয়ে সেটির চাকা মেরামত করছিলেন চালক। আর তারা কয়েকজন অ্যাম্বুলেন্সের ভেতরে বসে ছিলেন, আর কয়েকজন পাশেই দাঁড়িয়ে ছিলেন। এ সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে এসে সজোরে অ্যাম্বুলেন্সে ধাক্কা দেয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হয়ে গেলে চাকা সচল করতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা তালুকদার পাম্পের সামনে থামানো ছিল। এমন সময় পেছন থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন নামের যাত্রীবাহী একটি বাস অ্যাম্বুলেন্সের পেছনে ধাক্কা দেয়। এসময় অ্যাম্বুলেন্সের ৩৫ বছর বয়সী এক নারী ঘটনাস্থলে মারা যান। এসময় আহত হয় দুই নারী ও তিন পুরুষ, আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে (হাসপাতালে) ২ নারী ও ২ পুরুষ মারা যান।
হাসরা হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, নিহত নারীর লাশ উদ্ধার করে হাসারা হাইওয়ে থানায় রাখা হয়েছে। বাকি আহত ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে ২ নারী ও ২ পুরুষ নিহত হয়েছেন।
তিনি আরও জানান, তবে অ্যাম্বুলেন্সটির তেমন ক্ষয়ক্ষতি না হওয়ার কারণে আমরা ধারণা করছি হয়ত অ্যাম্বুলেন্সটির যাত্রীরা অ্যাম্বুলেন্সেটির পেছনে দাঁড়ানো ছিল। এসময় ঢাকাগামী গোল্ডেন পরিবহনের যাত্রীবাহী বাসটি অ্যাম্বুলেন্সটির পেছনে সজোরে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। বাসটি আটক করা হয়েছে।
Leave a Reply