বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের জগদল সীমান্তে বিএসএফের হাতে ৩ বাংলাদেশী আটক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৬ সময় দেখুন

মাসুদ রানা-জেলা প্রতিনিধি (ঠাকুরগাঁও), ০৭ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ উপজেলার জগদল সীমান্তের ভারতের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩ বাংলাদেশীকে আটক করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

 

আজ বুধবার (৭ মে ) ভোরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার বেলপুকুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে মিস্টার (৩০), মোড়লহাট জিয়াবাড়ী এলাকার আব্দুল হকের ছেলে হামিদুল ইসলাম (৩০) এবং একই এলাকার আনসারুল ইসলামের ছেলে শামীম (২৩)।

 

জগদল সীমান্ত পিলার ৩৭৪/১-এস থেকে প্রায় ২০০ গজ ভারতের ভেতরে এ ঘটনা ঘটে। বিজিবির ঠাকুরগাঁও-৫০ ব্যাটালিয়নের অধীনস্থ জগদল বিওপি সূত্রে জানা গেছে, ভারতের ১৮৪ বিএসএফ ব্যাটালিয়নের মুকেশ ক্যাম্পের একটি টহলদল সীমান্তে টহলের সময় অবৈধভাবে প্রবেশকারী ৩ বাংলাদেশি এক ভারতীয় নাগরিককে আটক করে।

 

এ বিষয়ে ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেলেন্ট কর্নেল তানজীর আহমেদ বলেন, আমরা ইতোমধ্যেই ভারতের বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছি। বিকেলে বিএসএফের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। আমরা বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর