শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ৩জন নিহত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৪ সময় দেখুন

জাহাঙ্গীর আলম-মির্জাপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল), ০৮ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই মিলগেট এলাকায় ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। তাৎণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

 

গোড়াই হাইওয়ে থানার পুলিশ জানায়, টাঙ্গাইলগামী একটি পিকআপ বিকাল ৫টার দিকে বাসা বাড়ির পরিবর্তনের মালামাল নিয়ে মহাসড়কের ওইস্থানে পৌছালে সামনে থাকা একটি লুবেটকে ধাক্কা দেয়। এতে পিকআপের চালক, হেলপার ও মালামালের মালিক তিনজন ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক থেকে ধুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপটি সরিয়ে নেয়। হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, নিহতদের মধ্যে একজন বেসরকারি কোম্পানিতে চাকুরি করতেন। তিনি তার বাসা পরিবর্তনের মালামাল সরাতে পিকআপটি ভাড়া করেছিলেন। এছাড়া নিহতদের মধ্যে একজন পিকআপের চালক অপরজন হেলপার।

 

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় পেলে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর