বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১০:৪১ অপরাহ্ন

টাঙ্গাইলের মির্জাপুরে চুরি হওয়া দুই গরুসহ চোর গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৫ সময় দেখুন

জাহাঙ্গীর আলম-মির্জাপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল), ০৮ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): টাঙ্গাইলের মির্জাপুরে চুরি হওয়া দুটি গরু উদ্ধার ও এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরির গরু বহনকারী ট্রাকও আটক করা হয়েছে। বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন মির্জাপুর থানা পুলিশ। গ্রেপ্তার আল আমিন (৩৫) জেলার কালিহাতি উপজেলার মালতী দক্ষিণপাড়া গ্রামের তোফাজ্জাল হোসেন তোতার ছেলে।

 

জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী গ্রামের ফজলু শেখের বাড়ির গোয়াল ঘরের তালা ভেঙে ১টি দেশি দুগ্ধবতী গাভী ও ০১টি লাল রংয়ের বকনা বাছুর গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। পরদিন বুধবার সকালে গরুর মালিক ফজলু শেখ মির্জাপুর থানায় একটি মামলা করলে গরু উদ্ধারে অভিযানে নামে থানা পুলিশ। তারা তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিম ধল্ল্যা নামকস্থান থেকে চুরি হওয়া ওই দুই গরু ও চোর আলামিনকে গ্রেপ্তার করে। এ সময় চুরির গরু বহনকারী ট্রাকও আটক করা হয়। উদ্ধার হওয়া গরু দুটি বাজার মূল্য আনুমানিক দুই লাখ টাকা হবে বলে মির্জাপুর থানা উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী হাসান জানিয়েছেন।

 

মির্জাপুর থানা অফিসার্স ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম গ্রেপ্তার গরু চোরকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া গরু মালিককে দ্রুত বুঝিয়ে দেয়া হবে বলে তিনি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর