জাহাঙ্গীর আলম-ভ্রাম্যামান প্রতিনিধি, ১৫ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): টাঙ্গাইলের দেলদুয়ারে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৫ মে) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়কারী শাহানাজ আখতার এবং দেলদুয়ার উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ।
উল্লেখ্য, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পটির বাস্তবায়ন সহযোগী সংস্থা হিসেবে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) গত ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে জেলার ১২টি উপজেলার ১২০টি ইউনিয়নে কার্যক্রম শুরু করেছে।
Leave a Reply