বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন

জুলাই মাসের যে কোনো দিন থেকে ভারতে বিটিভির সম্প্রচার হবে : বলেছেন, তথ্যমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৩ জুন, ২০১৯
  • ৫২২ সময় দেখুন

আজ রবিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, জুলাই মাসের যে কোনো দিন থেকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠান ভারতের সরকরি টিভি দূরদর্শনে সম্প্রচার শুরু হবে। সেইসঙ্গে শোনা যাবে বাংলাদেশ বেতারের অনুষ্ঠানমালাও।

এ লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন ও প্রসার ভারতের মধ্যে একটি ওয়ার্কিং এগ্রিমেন্ট গত ৭ মে স্বাক্ষরিত হয় বলে জানান তথ্যমন্ত্রী। বলেন, সম্প্রতি ওয়ার্কিং অগ্রিমেন্টের চূড়ান্ত অনুমোদন দেয় ভারত সরকার। এক্ষেত্রে কিছু কারিগরি জটিলতা রয়েছে, যা সমাধান করার পর সম্প্রচার শুরু হবে বলে জানান মন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ টেলিভিশন বর্তমানে mpeg2 ব্যবহার করছে। সরেজমিন ডিডি ফ্রি ডিস স্থাপনা পরিদর্শন করে সিগন্যাল রিসিভ ও ডাউনলোড লিঙ্ক করাসহ mpeg4 স্ট্রিমের সিগন্যাল ডিডি ফ্রি ডিস এর জন্য ২৫ মে বাংলাদেশ টেলিভিশন একটি কারিগরি দল ৩ দিনের সফরে নয়া দিল্লি সফর করে। ফিরে আসার পর জুলাই মাসের যে কোনো দিন আনুষ্ঠানিকভাবে বিটিভি ভারতে প্রচার শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তবে ভারতে বাংলাদেশ বেতার সম্প্রচার শুরু হতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর