রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন

জাকসুর ভিপি স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু এবং শিবির প্যানেলের মাজহারুল জিএস নির্বাচিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১৩ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) ভিপি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু। জিএস (সাধারণ সম্পাদক) পদে নির্বাচিত হয়েছেন শিবির প্যানেলের মো. মাজহারুল ইসলাম। অন্যান্য গুরুত্বপূর্ণ অধিকাংশ পদে জয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

 

সহসাধারণ সম্পাদক (এজিএস) (পুরুষ) পদে ফেরদৌস আল হাসান এবং এজিএস (নারী) পদে আয়েশা সিদ্দীকা মেঘলা নির্বাচিত হয়েছেন। দুজনই শিবির প্যানেলের।

 

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচনী ফলাফল ঘোষণা শুরু করে নির্বাচন কমিশন। টানা ৪৮ ঘণ্টা ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার মাধ্যমে এ ফল ঘোষণা করা হয়।

 

জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু স্বতন্ত্র, জিএস মো. মাজহারুল ইসলাম শিবির প্যানেলের।

জাকসু কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদে বিজয়ীরা হলেন:

শিক্ষা ও গবেষণা সম্পাদক: আবু ওবায়দা ওসামা (শিবির), পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক: মো. শাফায়েত মীর (শিবির), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: মো. জাহিদুল ইসলাম (শিবির), সাংস্কৃতিক সম্পাদক: মহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র), সহ-সাংস্কৃতিক সম্পাদক: মো. রায়হান উদ্দীন (শিবির), নাট্য সম্পাদক: মো. রুহুল ইসলাম (শিবির), ক্রীড়া সম্পাদক: মাহমুদুল হাসান কিরন (স্বতন্ত্র), সহ-ক্রীড়া সম্পাদক (নারী): ফারহানা আক্তার লুবনা (শিবির), সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ): মো. মাহাদী হাসান (শিবির), তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক: মো. রাশেদুল ইসলাম লিখন (শিবির), সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক: আহসাব লাবিব (গণতান্ত্রিক ছাত্র সংসদ – বাগছাস), সহ-সমাজসেবা সম্পাদক (নারী): নিগার সুলতানা (শিবির), সহ-সমাজসেবা সম্পাদক (পুরুষ): মো. তৌহিদ হাসান (শিবির), স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক: হুসনী মোবারক (শিবির), পরিবহন ও যোগাযোগ সম্পাদক: মো. তানভীর রহমান (শিবির)।

 

কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন:

পুরুষ সদস্য : ১. মো. তরিকুল ইসলাম (শিবির), ২. মো. আবু তালহা (শিবির), ৩. মো. মহসিন (শিবির)।

নারী সদস্য : ১. নাবিলা বিনতে হারুণ (শিবির), ২. ফাবলিহা জাহান (শিবির), ৩. নুসরাত জাহান ইমা (শিবির)।

 

৩৩ বছরের প্রতীক্ষার পর অনুষ্ঠিত হওয়া জাকসু নির্বাচনে কারচুপির অভিযেোগ ছাত্রদলসহ চারটি প্যানেল ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জন করেন। নির্বাচনে মোট ২৫টি কেন্দ্রীয় পদে ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটার ছিলেন প্রায় ১২ হাজার। ভোটগ্রহণ হয় ১১ সেপ্টেম্বর, ফল ঘোষণা শুরু হয় ৪৮ ঘণ্টা পর আজ ১৩ সেপ্টেম্বর বিকেলে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর