বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন

জয়পুরহাটের কালাইয়ে প্রাইভেট কার-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৩০ সময় দেখুন

সুকমল চন্দ্র বর্মন-কালাই উপজেলা প্রতিনিধি (জয়পুরহাট), ১৯ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): জয়পুরহাটের কালাইয়ে প্রাইভেটকার-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার বিকেলে আনুমানিক ৩:১০ মিনিটে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বাঁশের ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, কালাই উপজেলার ভূগোইল গ্রামের মৃত শাহাবুদ্দিন মন্ডলের ছেলে ইদ্রিস মন্ডল (৬৫) ও একই গ্রামের মৃত লোকমান মন্ডলের ছেলে মোফাজ্জল মন্ডল (৪২)। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় অটোভ্যান চালককে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়,  ভূগোইল গ্রাম থেকে ব্যাটারিচালিত একটি অটোভ্যান দুইজন যাত্রী নিয়ে পুনট বাজারে আসতেছিলো। অপরদিকে প্রাইভেট কার বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বাঁশের ব্রীজ এলাকায় পৌঁছালে প্রাইভেট কার ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোভ্যানের দুই যাত্রী মারা যান।  এরপর স্থানীয়রা নিহতদের তাদের বাড়িতে নিয়ে যান। আর এ ঘটনায় প্রাইভেট কার চালককে পুলিশ আটক করলে স্থানীয়রা পুলিশের হাত থেকে চালককে ছিনিয়ে নিয়ে ভূগোইল গ্রামে নিয়ে যায়।

 

পরবর্তীতে সেখানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয়দের হাত থেকে প্রাইভেট কার চালককে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। দূর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।তবে পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, প্রাইভেট কার ও অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেট কার চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর