সুকমল চন্দ্র বর্মন-কালাই উপজেলা প্রতিনিধি (জয়পুরহাট), ১০ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): জয়পুরহাটের কালাই উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১০ মে (শনিবার)সকাল ১১টায় কালাই উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) জনাব ইফতেকার রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউ আর সি আব্দুল মান্নান, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবিদ আব্দুল্লাহ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন এবং কালাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে হাতের সুন্দর লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply