মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ন

জমি সংক্রান্ত জেরে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হেনস্তা করার প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৫ সময় দেখুন

কবির আকন্দ-শ্রীপুর উপজেলা প্রতিনিধি (গাজীপুর), ২০ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ ২০ আগষ্ট ২০২৫ শনিবার বেলা ৩ ঘটিকার সময় শ্রীপুর প্লেস ক্লাবে সংবাদ সম্মেলনে করেন ভুক্তভোগী জনাব শহিদুল ইসলাম, পিতা: আবু হানিফা, গ্রাম: সাইটালিয়া, ইউনিয়ন: তেলিহাটি,উপজেলা:শ্রীপুর, জেলা: গাজীপুর।

তিনি বলেন, বেশ কয়েক বছর পূর্বে আমার পিতা জনাব আবু হানিফা ও আমার চাচা জনাব নুরুল ইসলাম যৌথভাবে আমাদের বংশধরদের কাছ থেকে ৮ গন্ডা জমি ক্রয় করেন। যার মধ্যে ১গন্ডার অংশীদার আমার চাচা নুরুল ইসলাম। কিন্তু আমাদেরকে না জানিয়ে এই ১গন্ডা জমি অন্যতম বিক্রি করার জন্য বায়নাবদ্ধ হন। এই বিষয়টি জানতে পেরে আমি আমার চাচাকে জিজ্ঞেস করতে যাই কেন আমাকে না জানিয়ে জমিটি অন্যত্র তিনি বিক্রি করতেছেন। এই কথা জিজ্ঞেস করা মাত্রই তিনি আমাকে সজোরে ধাক্কা মারেন। কিন্তু আমি কাত হয়ে সরে গেলে তিনি তৎক্ষণাৎ একটি বাঁশের কঞ্চির উপর পড়ে গিয়ে উনার শরীরে সামান্য একটু আঁচড় লাগে। কিন্তু এ ব্যাপারটিকে উসকে দিয়ে আমার আরেক চাচা জনাব আবুল কাশেম, নুরুল ইসলাম চাচাকে নিয়ে থানায় গিয়ে আমাকে ও আমার কলেজ পড়ুয়া ছেলে ও ভাতিজার নামে একটি অভিযোগ দায়ের করে।

 

তিনি আরো বলেন, আমাকে হেনস্তা করার জন্য তারা বাড়িতে পুলিশ পাঠিয়ে আমাদেরকে বাড়িছাড়া করে রেখেছে। এ ঘটনা সময় ও স্থানে আমার বড় ভাই, ছেলে ও ভাতিজা না থাকিলেও পুলিশ পাঠিয়ে আমাদেরকে হেনস্থা করছে। আমি আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি আমি আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি একটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যেন এর একটি সুরাহা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর