চীনের চেংদুতে অবস্থিত কনস্যুলেট ত্যাগ করেছে যুক্তরাষ্ট্র। তাদেরকে ওই কনস্যুলেট বন্ধ করে দিতে ৭২ ঘন্টার সময় বেঁধে দিয়েছিল চীন। এ সময় শেষ হয়ে যাওয়ার আগেই সোমবার ওই কনস্যুলেট থেকে বেরিয়ে যান যুক্তরাষ্ট্রের কূটনৈতিক স্টাফরা। এ সময় সেখান থেকে নামিয়ে ফেলা হয় যুক্তরাষ্ট্রের পতাকা। দেয়াল থেকে সরিয়ে ফেলা হয় কনস্যুলেটের নামফলক।
কূটনীতির আড়ালে যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির অভিযোগে গত সপ্তাহে টেক্সাসের সান ফ্রান্সিসকোতে অবস্থিত চীনের কনস্যুলেট বন্ধ করে দেয়। এর পাল্টা হিসেবে চেংদুতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট বন্ধের সময় বেঁধে দেয়া হয় ৭২ ঘন্টা।
এ সময় সোমবার শেষ হওয়ার আগেই ওই ভবন থেকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বেরিয়ে যেতে দেখা যায়। এ সময় ভবনটির বাইরে বিপুল সংখ্যক উৎসুক মানুষের ভিড় জমে। তাদেরকে এ দৃশ্য ভিডিও করতে, ছবি তুলতে এমনকি সেলফি তুলতে দেখা যায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর ওই ভবনে প্রবেশ করেছেন চীনা কর্মকর্তারা। তারা ভবনটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন।
Leave a Reply