ঢাকা, ৩০ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহর আদালত এ আদেশ দেন।
এ দিন আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম। শুনানি শেষে তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরআগে মঙ্গলবার বিকালে বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু যুবক সিদ্দিককে আটক করে। পরে তাকে রমনা থানা থেকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। এই ঘটনায় ভ্যানচালক জব্বার আলী হাওলাদার বাদী হয়ে ১১ ডিসেম্বর গুলশান থানায় একটি মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনকে আসামি করা হয়।
২০২৩ সালে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হয়ে পড়া আসনে উপনির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দেন সিদ্দিকুর রহমান। ২০২৩ সালের ৫ জুন এ অভিনেতা আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় ফরম সংগ্রহ করেন। পরদিনই মনোনয়নপত্র জমা দেন।
এছাড়া টাঙ্গাইল-১ ও বরিশাল-৩ আসন থেকেও আওয়ামী লীগের মনোনয়ন কিনেছিলেন অভিনেতা সিদ্দিকুর রহমান। কিন্তু শেষ পর্যন্ত তাকে মনোনয়ন দেওয়া হয়নি।
Leave a Reply