কবির আকন্দ-শ্রীপুর উপজেলা প্রতিনিধি (গাজীপুর), ১৬ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ১৬ মে ২০২৫ শুক্রবার বাদ জুম্বা গাজীপুরের শ্রীপুর -জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহা সড়কে এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেয় শিক্ষক-শিক্ষার্থী, রিক্সা চালক, ভ্যান চালক, বাস-ট্রাক চালক, কৃষক, শ্রমিক, দিনমুজুরসহ এলকার সর্বস্তরের জনসাধারণ।
এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন স্থানীয় শিক্ষক মশিউর রহমান হিমেল ও মোশাররফ হোসেন।
সর্বস্তরের জনসাধারণের একটি দাবি ছিল গতকাল বৃহস্পতিবার ১৫ মে ২০২৫ পর পর এই এলাকায় ইউটার্নে ২টি পৃথক সড়ক দুর্ঘটনায় এক জন ভ্যান চালক নিহত হয়।
আবার বিকাল ৫টার দিকে একই ইউটার্নে আরেকটি সড়ক দুর্ঘটনায় আরো ২ জন গুরতর আহত হয়। এ কারণে অনতিবিলম্বে এই স্থানে ২ টি স্পিড বেকার নির্মাণের দাবি করে। তারা দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখে।
ফলে ঢাকা-ময়মনসিংহ মহা সড়কে দুই দিকে তিন কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। তখন হাজার যাত্রী ও পথচারী বিরাট বিপাকে পড়ে।
সর্বশেষে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে নিতে চেষ্টা করেও পারে নাই।
পরবর্তীতে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজিব আহামেদ এর ফোন কলে কথা বলে ১ সপ্তাহের মধ্যে ২ টি স্পিড বেকার নির্মাণের করবেন বলে আশ্বস্ত করলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।
Leave a Reply