শুক্রবার, ০২ মে ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

গাজীপুরের শ্রীপুরে ব্যান্ড বাঁজিয়ে মহান মে দিবস পালন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১১ সময় দেখুন

কবির আকন্দ-শ্রীপুর উপজেলা প্রতিনিধি (গাজীপুর), ০১ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ১মে বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী ও শ্রীপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন প্রধানের নেতৃত্বে ও শ্রীপুর ভাই ভাই নির্মাণ শ্রমিক কল্যাণ সংগঠনের সংগঠক নজরুল ইসলামের সভাপতিত্বে শ্রীপুর ভাই ভাই নির্মাণ শ্রমিক কল্যাণ সংগঠন এর সদস্যবৃন্দ ও শ্রীপুর-কাপাসিয়া রোডের সিএনজি চালক সংগঠনের সদস্যদের সমন্বয়ে ব্যান্ড বাঁজিয়ে আগে সুন্দর দিন কাটাইতাম বাঁশির সুরে মূর্ছনা তুলে একটি র‍্যালি বের হয়।

 

র‍্যালিটি শ্রীপুর রেল স্টেশন হতে শুরু হয়ে শ্রীপুর পৌর শহরের ডিবি রোড দিয়ে শ্রীপুর চৌরাস্তা (বাস স্ট্যান্ড) হয়ে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বর ঘুরে এসে পুনরায় শ্রীপুর রেলগেট পার হয়ে রাজাবাড়ি রোডের মোড় ঘুরে এসে শ্রীপুর মডেল থানা গেটের সামনে শেষ হয়।

 

র‍্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্যে খোকন প্রধান বলেন সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান শ্রমিকদের সাথে খাল কাটার কাজে সরাসরি অংশ নিয়েছিলেন। তিনি আরো বলেন, যদি তিনি শ্রীপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে আসতে পারেন তাহলে তিনি সর্বদা শ্রমিকদের কল্যাণে কাজ করবেন। সংক্ষিপ্ত বক্তব্যের শেষে তিনি বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন।

 

র‍্যালিটি সার্বিকভাবে পরিচালনা করেন শ্রীপুর পৌর যুবদলের আব্বায়েক জনাব জহির খান। সহযোগিতায় ছিলেন শ্রীপুর পৌর ২ নং ওয়ার্ড কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এস এ সামি,ছাত্র নেতা মাসুম সহ শ্রীপুর পৌর বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ। সিএনজি চালক শ্রমিকদের মধ্যে অংশ নিয়েছিলেন সিএনজি চালক সমিতির সভাপতি আনোয়ার হোসেন,সহ-সভাপতি হারুন রশিদ,সাধারণ সম্পাদক অপু, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, প্রচার সম্পাদক রুবেল প্রধান, কোষাধক্ষ্য কফিল উদ্দিন, সদস্য মনসুর আলী, জাকির,শরীফ, ইসলাম,সাইফুল, হুমায়ুন,শামীম,মাসুদ, আইয়ুব,আজিম উদ্দিন,ইসলাম উদ্দিন,কামাল, ফারুক,আলামিন, জীবন,রাকিব,হাশেম,মোতালিব,বাতেন, আরমান,রাজীব, সামু,মুজিবুর, লোকমান, কাজিমুদ্দিন ও নয়ন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর