কবির আকন্দ-শ্রীপুর উপজেলা প্রতিনিধি (গাজীপুর), ০৬ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ৬ মে ২০২৫ মঙ্গলবার বেলা ১২ টায় গাজীপুরের শ্রীপুর উপজেলা সদরের শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে দুই প্রক্সি পরীক্ষার্থী আটক হয়েছে।
এদের মধ্যে একজন হলো:মামুন পিতা:আবুল কাশেম,মাতা:নুরুন্নাহার, গ্রাম:কেওয়া,৬নং ওয়ার্ড,শ্রীপুর পৌরসভা,শ্রীপুর-গাজীপুর।
আরেক জন হলো:জুনায়েদ আহম্মেদ সাগর,গ্রাম:লোহাগাছ,৩ নং ওয়ার্ড, শ্রীপুর পৌরসভা,শ্রীপুর- গাজীপুর।
মামুন পরীক্ষা দিচ্ছিলো মোঃ হাইয়ুল ইসলাম শাহজাহান,রোল নং২৩৫৫৬২,রেজিঃনং২৭০১৩৯২২৬৩,সেশন:২০২৩,জন্ম তারিখ: ২৯-১-১৯৯৩, পিতা:আব্দুল কুদ্দুস, মাতা: দোলেনা এর পরিবর্তে অপরদিকে জুনায়েদ আহমেদ সাগর পরীক্ষা দিচ্ছিলো মোঃ রানা মোল্লা,রোল নং ৭০৭৫৬৫,রেজি নং ২৭০১৫৬৭৫৩৬,সেশন ২০২৩, জন্ম তারিখ ২-৬-১৯৮৮, পিতাঃশুকুর মোল্লা, মাতাঃখাদিজা বেগম এর পরিবর্তে। তারা দুজনেই উপজেলার জৈনা আদর্শ কারিগরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিলো।
খবর লেখা পর্যন্ত প্রক্সি পরীক্ষার্থীদ্বয় শ্রীপুর মডেল থানা হেফাজতে আছে।তারা জানান তারা টাকার বিনিময়ে প্রক্সি পরীক্ষা দিচ্ছিলো।
Leave a Reply