শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন

গাজীপুরের কালিয়াকৈরে ঠাকুরপাড়ায় বাংলা মদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৪ সময় দেখুন

শাকিল আহমেদ-কালিয়াকৈর (গাজীপুর), ০৮ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে রমরমাট ব্যবসা বাংলা মদের আস্তানায় আজ সকাল ১১:৩০টায় থেকে যৌথবাহিনীর বিশেষ অভিযান চলছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাটিতে দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি গোপনে দেশীয় বাংলা মদ উৎপাদন ও বিক্রির মাধ্যমে যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছিল। এ অবস্থায় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আজ সকাল ১০:৩০টায় র‌্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে যৌথবাহিনীর একটি টিম অভিযান পরিচালনা করে।

 

অভিযানে বেশ কিছু অবৈধ মদের বোতল, উৎপাদন সরঞ্জাম ও কাঁচামাল জব্দ করা হয়েছে বলে জানা গেছে। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকেও আটক করেন, যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

এলাকাবাসী জানায়, তারা দীর্ঘদিন ধরে এই অবৈধ মদের আস্তানার কারণে ভয়ে ও অস্বস্তিতে দিন কাটাচ্ছিলেন। যুব সমাজের অনেকেই এই মদের কবলে পড়ে নেশায় আসক্ত হয়ে পড়েছিল। আজকের এই অভিযানের ফলে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং যৌথবাহিনী ও পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

 

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা বহুবার অভিযোগ দিয়েও কোনো ফল পাইনি। আজ যখন যৌথবাহিনী এসে অভিযান চালাচ্ছে, তখন মনে হচ্ছে আমাদের এলাকা অবশেষে মাদকমুক্ত হবে। আমরা চাই, এমন অভিযান যেন নিয়মিতভাবে হয়।”

 

এ বিষয়ে কালিয়াকৈর থানা পুলিশের একজন কর্মকর্তা বলেন, “মাদকবিরোধী অভিযান আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। আমরা চাই, সমাজ থেকে মাদক পুরোপুরি নির্মূল করতে। আজকের অভিযানে আমরা সফল হয়েছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 

অভিযানের খবর এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন এবং যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর