বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন

গভীর রাতে ফের ইসরায়েলে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধা সমর্থিত সামরিক বাহিনী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪৩ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৯ ডিসেম্বের ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট):  গভীর রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ফের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধা সমর্থিত সামরিক বাহিনী। এর ফলে রাজধানী তেলআবিবসহ দেশটির প্রাণকেন্দ্রে আতঙ্কের সৃষ্টি হয়। ঘুম ছেড়ে বাঙ্কারে আশ্রয় নেয় লাখ লাখ ইসরায়েলি নাগরিক।

 

শনিবার ভোররাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ। তবে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি আকাশসীমায় প্রবেশের আগেই গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি তাদের।

 

টাইমস অব ইসরায়েল বলছে, এ নিয়ে গত ১০ দিন ধরে ইসরায়েলে এমন ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি বাহিনী, গত ১৮ ডিসেম্বর থেকে যার সূচনা। এতে ইসরায়েলি জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

 

আইডিএফ বলছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার ভয়ে প্রটোকল অনুযায়ী সাইরেন বাজানো হয়েছিল।

 

ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচাতে গত অক্টোবরে দেশটির ভূখণ্ডে প্রথমবারের মতো অত্যাধুনিক থাড ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। শুক্রবার ইয়েমেনি হামলার সময় এটি প্রথমবারের মতো ব্যবহার করা হয়। গত ১০ দিনে ইয়েমেনের অন্তত দুটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের রাজধানীতে সরাসরি আঘাত হানে, যা ঠেকাতে পারেনি ইসরায়েল ও মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। হামলায় অবকাঠামো ধ্বংস হওয়াসহ প্রায় অর্ধশত মানুষ আহত হন। এর প্রতিক্রিয়ায় ইয়েমেনে কয়েক দফা হামলা চালিয়েছে ইসরায়েল ও ইঙ্গ-মার্কিন জোট।

 

আইডিএফের তথ্য অনুসারে, ইসরায়েল এবং ইহুদিবাদীদের ধ্বংসের জন্য এ পর্যন্ত দুই শতাধিক ক্ষেপণাস্ত্র এবং ১৭০টি ড্রোন নিক্ষেপ করেছে হুথি বাহিনী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর