বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন

কালাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দূর্নীতির দায়ে সাময়িক বরখাস্ত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৩ সময় দেখুন

সুকমল চন্দ্র বর্মন (পিমল)- কালাই (জয়পুরহাট) ২৯ শে এপ্রিল ২০২৫ ইং (ঢাকা রিপোর্ট):  জয়পুরহাট জেলার কালাই উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসারের  বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কালাই উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলামের ২০২৪-২০২৫ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মোট ছয় মাসের উপবৃত্তির অর্থ বিতরণে গুরুতর অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

 

রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব আবু তাহের মো. মাসুদ রানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, কালাই উপজেলার ২৭টি প্রাথমিক বিদ্যালয়ের ৯৬৭ জন উপবৃত্তি সুবিধাভোগী অভিভাবকের মোবাইল একাউন্ট নম্বর বেআইনিভাবে পরিবর্তনের অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় কালাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ১২(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বরখাস্ত আদেশ ২২ এপ্রিল থেকে কার্যকর করা হয়েছে।

 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, বরখাস্তকালীন সময়ের জন্য মো. রফিফুল ইসলাম শুধুমাত্র খোরাকি ভাতা (Subsistence Allowance) পাবেন কিন্তু অন্য কোনো সুবিধা প্রাপ্য হবেন না।

 

মন্ত্রণালয় সূত্রে আরো জানা যায়, সরকার দুর্নীতি ও প্রশাসনিক অনিয়মের বিরুদ্ধ ‘শূন্য সহনশীলতা’ নীতিতে অটল। সেই নীতির বাস্তবায়ন নিশ্চিত করতেই এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

 

এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা জানান, ‘শিক্ষা খাতে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না।

 

সরকারি অর্থের অপব্যবহার, বিশেষ করে শিশুদের শিক্ষা উন্নয়নে বরাদ্দকৃত অর্থের নয়-ছয়, অত্যন্ত গুরুতর অপরাধ। প্রাথমিক তদন্তে কালাই উপজেলার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার পর আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

বরখাস্ত হওয়া প্রসঙ্গে মো. রফিকুল ইসলাম জানান, ‘তিনি সবকিছু নিয়ম মেনে করেছেন। তদন্তে ভুল বোঝাবুঝি হয়েছে। তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে ন্যায্যতা প্রমাণ করবেন।

 

উল্লেখ্য, মন্ত্রণালয় এই আদেশের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরসমূহ, জেলা প্রশাসক, বিভাগীয় পরিচালকসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মো. রফিকুল ইসলাম সাময়িক বরখাস্ত থাকবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর