বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন

জয়পুরহাটের কালাইয়ে গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৫১ সময় দেখুন

সুকমল চন্দ্র বর্মন-কালাই উপজেলা প্রতিনিধি (জয়পুরহাট), ২৫ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ শে মার্চ ২০২৫ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান এর সভাপতিত্বে ২৫ শে মার্চ গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) কালাই ইফতেকার রহমান বলেন অতীতে আমরা দীর্ঘদিন যাবত ব্রিটিশ শাসনের অধীনে ছিলাম তাদের কথা মত আমাদের চলতে হতো এখন আর চলতে হয় না আমরা স্বাধীনভাবে চলতে পারি আমরা স্বাধীন বাংলাদেশের মানুষ। তারপর বক্তব্য রাখেন কালাই থানা অফিসার ইনচার্জ ওসি জাহিদ হোসেন। ওসি মহোদয় তার বক্তব্যে বলেন ১৯৭১ সালের ২৬ শে মার্চ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ২৬ শে মার্চ হচ্ছে বাঙালি জাতির পথের দিশারী ও অন্ধকারে ঝিলিক সবাইকে দেশ কে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানিয়ে বক্তব্য শেষ করেন। এরপর বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণচন্দ্র রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার ফাহমিদা আক্তার লিনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মনোয়ারুল হাসান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম সহ আরো অনেকে।

 

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

সমাপনী বক্তব্যে সভার সভাপতি ইউএনও শামীমা আক্তার জাহান বলেন-১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতটি ছিল অত্যন্ত ভয়াবহ এবং দুঃখ বেদনার। ওই রাতে র আঁধারে পাকিস্তানি দখলদার বাহিনী তৎকালীন সময়ে এদেশের সাড়ে ৭ কোটি মানুষের স্বাধীকার ও সার্বভৌমত্ব নিশ্চিহ্ন করাব করার লক্ষ্যে তারা ঢাকায় এসে নিরহ নিরস্ত্র নারী-পুরুষ ও অবুঝ শিশুর উপর অতর্কিত ভাবে ঝাঁপিয়ে পড়ে হামলা চালিয়েছিল এই ভাবেই তারা গণহত্যা করেছে তিনি আরো বলেন শুধু তাই নয় অগণিত অসহায় শিশু নারী পুরুষের রক্তে ঢাকা শহরসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের রাস্তা, ঘাট, মাঠ, ময়দান,জনপদ, রাজপথ, স্থলপথ তারা রক্তে রঞ্জিত করেছিল। তারই পরিসমাপ্তি ঘটেছিল ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর