মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন

করোনা থেকে মুক্তি মিলতে দুই বছর সময় লাগবে : বলেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ১৫৬ সময় দেখুন

করোনা ভাইরাস মহামারি থেকে বিশ্বের মুক্তি পেতে এখনো দুই বছর সময় লাগবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস এ কথা জানান।

তিনি বলেন, দু’বছরের মধ্যে করোনা অতিমারী থেকে মুক্তি পাবে বিশ্ব। বিশ্ব থেকে স্প্যানিশ ফ্লু বিদায় নিতে যা সময় লেগেছিল, তার থেকেও কম সময়ে করোনাভাইরাস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান বলেন, বর্তমান গ্লোবালাইজেশনের একটা খারাপ দিক রয়েছে, যার জন্য অতি দ্রুত বিদ্যুৎ গতিতে করোনা ভাইরাস সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। আবার বর্তমানে একটা ভাল দিকও রয়েছে আর তা হল উন্নত প্রযুক্তি। ভ্যাকসিনসহ একাধিক উপায়ে ব্যবহার করে স্প্যানিশ ফ্লু এর থেকেও কম সময়ের মধ্যে আমরা করোনা থেকে মুক্তি পাবো।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ৮ লাখের বেশি মানুষের। বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩১ লাখের বেশি মানুষ।

আধুনিক ইতিহাসে সবচেয়ে বড় মহামারি হলো স্প্যানিশ ফ্লু। স্পানিশ ফ্লুতে মৃত্যু হয়েছিল ৫০ মিলিয়ন বা পাঁচ কোটি মানুষের। আর বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছিলেন ৫০০ মিলিয়ন মানুষ। যুক্তরাষ্ট্রে প্রথম ধরা পড়েছিল এই ভাইরাস। পরে তা ইউরোপে ছড়িয়ে পড়ে। এই মহামারির তিনটি ওয়েভ এসেছিল, তার মধ্যে সবচেয়ে মারাত্মক ছিল সেকেন্ড ওয়েভ, যার শুরু ১৯১৮ সালের দ্বিতীয়ার্ধে। পরে সেই ভাইরাস একটা সাধারণ ফ্লু এর আকার নেয় বা ঋতুভিত্তিক হয়ে পড়ে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর