সোমবার, ১২ মে ২০২৫, ০৫:২১ অপরাহ্ন

ঐতিহাসিক কুরআন দিবসে ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে শিবিরের কুরআন বিতরন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৫ সময় দেখুন

মাসুদ রানা-জেলা প্রতিনিধি (ঠাকুরগাঁও), ১১ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষ্যে ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে পবিত্র কুরআন বিতরণ করেছে ছাত্রশিবির। আজ রোববার (১১ মে) বেলা ৫টায়  বাংলাদেশ ছাত্রশিবির ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে রাণীশংকৈল দক্ষিণপাড়া এলাকায় কুয়েত মাদ্রাসা সংলগ্ন উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আলোচনা সভা ও কুরআন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেk উপস্থিত ছিলেন, ছাত্রশিবিরের ঠাকুরগাঁও জেলা সেক্রেটারী, আল-আমিন।

 

রাণীশংকৈল পৌর ছাত্রশিবিরের সভাপতি, রেজাউল করিমের  সভাপতিত্বে ও সেক্রেটারি রকিব হাসানের সঞ্চালনায়, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামির নায়েবে আমির মাওলানা মিজানুর রহমান (মাস্টার) জামায়াতের পৌর আমির আব্দুল মতিন বিশ্বাস, জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, মাওলানা মতিউর রহমান,  , আদর্শ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, মোশারফ হোসেন, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আল-হিকমাহ্ এনলাইটেন্ড স্কুলের পরিচালক, মিজানুর রহমান, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি শামীম ইসলাম  সেক্রেটারি বদরুল ইসলাম,  রানীশংকৈল ডিগ্রি কলেজ সভাপতি শাহীন আলম প্রমুখ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৮৫ সালের ১০ এপ্রিল ভারতে পবিত্র কুরআনকে বাজেয়াপ্ত করার জন্য রিট পিটিশন দায়ের করা হয়। ফলে তীব্র প্রতিবাদে ফেটে পড়ে সারাবিশ্বের তৌহিদী জনতা। চাঁপাইনবাবগঞ্জে ১১ মে প্রতিবাদ মিছিলে পুলিশ গুলী ছুড়লে ৮ জন ভাই শাহাদাতবরণ করেন। সেই থেকে কুরআনের জন্য জীবন দেওয়ার এই দিনটিকে ইসলামী ছাত্রশিবির কুরআন দিবস হিসেবে পালন করে আসছে।

 

আলোচনা শেষে ৯০জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পবিত্র কুরআন বিতরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর