সোমবার, ১২ মে ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন

এবার ভারত সিলেট সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৬ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১০ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সিলেট লাগোয়া বাংলাদেশ-ভারত সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ভারত। দেশটির মেঘালয় রাজ্যের সাউথ গারো হিলসের জেলা ম্যাজিস্ট্রেট হেমা নায়েক শুক্রবার এক আদেশে সীমান্তে এই কারফিউ জারি করেন। টাইমস অব ইন্ডিয়াসহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে।

 

কারফিউ আদেশে বলা হয়, প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত তা বলবৎ থাকবে। সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়। রাত্রিকালীন কারফিউয়ের এই আদেশ আগামী দুই মাস বলবৎ থাকবে বলেও জানানো হয়েছে। আন্তর্জাতিক সীমান্ত রেখার জিরো লাইন থেকে ভারতীয় অংশে এক কিলোমিটার দূরত্ব পর্যন্ত এই কারফিউ কার্যকর হবে।

 

শুক্রবার রাতে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ সিলেট সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারির তথ্য সমকালকে নিশ্চিত করেছেন। তিনি জানান, কারফিউ জারি ভারতের অভ্যন্তরীণ বিষয়।

 

কারফিউ চলাকালে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ বা অবৈধভাবে ভারতে প্রবেশের উদ্দেশ্যে চলাফেরা, অবৈধ জমায়েত, মিছিল বা অস্ত্র, লাঠি, রড ও পাথরসহ অন্যান্য অস্ত্রোপযোগী বস্তু বহন, গবাদিপশু, চোরাচালান পণ্য, সুপারি, পানের পাতা, শুকনো মাছ, বিড়ি, সিগারেট, চা পাতা ইত্যাদি সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

 

এমন এক সময়ে এই রাত্রিকালীন কারফিউয়ের সিদ্ধান্ত এল যখন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে।

 

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার সিলেটের তামাবিল সীমান্তে উভয় দেশের সীমান্ত জরিপ চলাকালে বিএসএফকে বাধা দেয় স্থানীয় লোকজন। বাধার কারণে সীমান্ত জরিপ বন্ধ হয়ে যায়। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার জের ধরে সীমান্তে কারফিউ জারি করা হয়েছে।

 

ভারত এর মধ্যেই ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে বিভিন্ন সীমান্ত পথে শতাধিক লোককে বাংলাদেশে ঠেলে দিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর