বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন

এবার প্রয়োজনে তরুণদের নিয়ে আবার গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নামতে হবে : রফিকুল আলম মজনু

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৭ সময় দেখুন

ঢাকা, ১৪ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার নয়াপল্টনে মহানগর বিএনপি কার্যালয়ের ভাসানী মিলনায়তনে ২৮ মে ঢাকা বিভাগীয় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, “একটি রক্তস্নাত আন্দোলনের মাধ্যমে ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়েছে, এবার প্রয়োজনে তরুণদের নিয়ে আবার গণতন্ত্র ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নামতে হবে।”

 

মজনু বলেন, “তরুণরাই দেশের চালিকাশক্তি, সেই তরুণদের রাজনৈতিক অধিকার অস্বীকার করে সমাজ এবং রাষ্ট্রকে এগিয়ে নেওয়া যাবে না।”

 

তিনি বলেন, “আজ যেই তরুণটির বয়স ৩০-৩৫ বছরের মধ্যে, জন্মের পর থেকে অদ্যাবধি সে তার মৌলিক অধিকার যে ভোটাধিকার সেটাই প্রয়োগ করতে পারেনি। সে জানেই না ভোট কী? কীভাবে ভোট দিতে হয়? অথচ এটাই তার প্রথম এবং প্রধান রাজনৈতিক অধিকার।”

 

মজনু বলেন, “তরুণদের এই রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়া আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব। রাষ্ট্র যদি এই অধিকার দিতে ব্যর্থ হয়, তবে আমরা নিজেরাই আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তা প্রতিষ্ঠিত করব।”

 

প্রধান বক্তা তানভীর আহমেদ রবিন বলেন, “আমরা জনগণের ভোটাধিকার, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। যেকোনো মূল্যে আমরা জনগণকে অধিকার ফিরিয়ে দিব।”

 

রবিন বলেন, “আজ একটি গোষ্ঠী চর দখলের মতো বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান দখল করে লুটপাটে ব্যস্ত, তাদের লুটপাটের সাম্রাজ্য দীর্ঘস্থায়ী এবং নিরাপদ করতেই তারা নির্বাচন দিতে চায় না।”

 

জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দল দক্ষিণের সভাপতি জহির উদ্দীন তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ.ন.ম. সাইফুল ইসলাম, লিটন মাহমুদ, সাইদুর রহমান মিন্টু, ফরহাদ হোসেন, যুবদল দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দল দক্ষিণের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা সিকদার, শ্রমিকদলের সদস্য সচিব বদরুল আলম সবুজ, মহিলাদল সভাপতি রুমা আক্তার, সাধারণ সম্পাদক শাহিনুর নার্গিস, ছাত্রদল পূর্বের সভাপতি সোহাগ ভুইয়া, সাধারণ সম্পাদক হান্নান মজুমদার, ছাত্রদল দক্ষিণের সভাপতি শামিম মাহমুদ, সাধারণ সম্পাদক রহিম ভুইয়া প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর