মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন

এনসিপি, বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ জাতীয় লীগসহ ৬ দল চূড়ান্তভাবে নিবন্ধন পাচ্ছে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯ সময় দেখুন

ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): নতুন ছয়টি রাজনৈতিক দল নিবন্ধন পাচ্ছে। এগুলোর মধ্যে আছে গণঅভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিশনের স্বাক্ষর হওয়ার পর নতুন নিবন্ধিত দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সূত্রে সম্ভাব্য এ তালিকা জানা গেছে।

 

তবে নিবন্ধন পেতে যাওয়া রাজনৈতিক দলগুলোর নাম এখনই প্রকাশ করছে না ইসি। কমিশনের বৈঠকে চূড়ান্ত হওয়ার পর রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়টি গণমাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

 

তবে ইসি সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ জাতীয় লীগসহ ছয়টি দলকে চূড়ান্তভাবে নিবন্ধন দিতে নথিতে তোলা হয়েছে।

 

২২টি রাজনৈতিক দলের বিষয়ে মাঠপর্যায়ে যাচাই-বাছাই শেষে গতকাল রোববার সংশ্লিষ্ট শাখা এতে স্বাক্ষর করেছে।

 

জানা গেছে, আজ সোমবার কমিশনের অনুমোদনের জন্য ফাইল কমিশনের কাছে পাঠানো হবে। সেখানে এই প্রস্তাবে সংযোজন-বিয়োজন হতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর