বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৫ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০১ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগীয় বার্তা সংস্থা মিজান অনলাইন জানিয়েছে, মোহসেন লাংগারনেশিন নামের ওই ব্যক্তি ‘উচ্চপর্যায়ের গুপ্তচর’ হিসেবে ইরানের ভেতরে মোসাদের হয়ে কাজ করছিলেন।

 

প্রতিবেদনে বলা হয়, লাংগারনেশিন শুধু গুপ্তচরবৃত্তি করেই থেমে থাকেননি, বরং তিনি ২০২২ সালে ইসলামি বিপ্লবী গার্ডসের (আইআরজিসি) কর্নেল হত্যাকাণ্ডেও জড়িত ছিলেন। বিচার বিভাগ জানিয়েছে, তাকে দেশদ্রোহিতা, রাষ্ট্রীয় নিরাপত্তা বিপন্ন করা ও বিদেশি শত্রুর পক্ষে কর্মকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত করা হয়।

 

ইরান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় গুপ্তচরদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অব্যাহত থাকবে। মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় এই মৃত্যুদণ্ড আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

পারমাণবিক কর্মসূচির উত্তেজনার মধ্যে এ ঘটনা আবারও ইরান-ইসরায়েল দ্বন্দ্ব নতুন মাত্রা পেল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর