ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৮ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ভারত-ইরান বন্ধুত্ব চুক্তির ৭৫তম বার্ষিকী উপলক্ষে যৌথ কমিশন বৈঠকে অংশ নিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি। এ সময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ বৈঠককে দু’দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতা পর্যালোচনা ও আরও জোরদার করার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। কৌশলগত, অর্থনৈতিক ও সাংস্কৃতিক নানা বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, ভারত ও ইরানের মধ্যে ১৯৫০ সালে স্বাক্ষরিত ‘ভারত-ইরান বন্ধুত্ব চুক্তি’ দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের ভিত্তি তৈরি করেছিল। বর্তমান বৈঠকে সেই সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করার পথ খোঁজা হবে বলে দুই দেশের কূটনৈতিক সূত্রে ইঙ্গিত মিলেছে।
উল্লেখ্য, ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে গত ৫ মে এক দিনের সফরে ইসলামাবাদও সফর করেছেন আরাঘচি।
Leave a Reply