মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১২:১৯ অপরাহ্ন

ইন্টারের বিপক্ষে নামার আগে সুসংবাদ বার্সার : দলে ফিরছেন লেভানডভস্কি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৪ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ০৬ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আগামীকাল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। সিজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচে নামার আগে অবশ্য সুসংবাদ পেয়েছে কাতালান জায়ান্টরা। দলে ফিরছেন স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি।

 

চার ম্যাচের বিরতি শেষে বার্সেলোনার আক্রমণভাগে আবারও দেখা যাবে রবার্ট লেভানডভস্কিকে। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের আগে এই দলে ফেরাটা বার্সা সমর্থকদের জন্য বড় স্বস্তির খবর।

 

৩৬ বছর বয়সী এই পোলিশ গোলমেশিন গত মাসে হ্যামস্ট্রিং চোটে পড়েন, যে কারণে মিস করেছেন কোপা দেল রে’র ফাইনাল, যেখানে রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা জেতে বার্সা। একই কারণে প্রথম লেগের ৩-৩ গোলের নাটকীয় ড্র ম্যাচেও ছিলেন না লেভানডভস্কি। তবে সপ্তাহান্তে অনুশীলনে ফেরার পর কোচের স্কোয়াডে তার নাম উঠে এসেছে।

 

এই মৌসুমে এখন পর্যন্ত ৪০ গোল করা লেভানডভস্কির প্রত্যাবর্তন বার্সার আক্রমণভাগে বড় প্রভাব ফেলতে পারে। সান সিরোর হাইভোল্টেজ ম্যাচে জয়ের জন্য বার্সাকে যেভাবে এগিয়ে যেতে হবে, তাতে অভিজ্ঞ এই স্ট্রাইকারের উপস্থিতি দলের আত্মবিশ্বাস বাড়াবে নিঃসন্দেহে।

 

তবে খারাপ খবরও আছে বার্সার জন্য। বাঁ দিকের ডিফেন্ডার আলেহান্দ্রো বালদে এখনও পুরোপুরি সেরে ওঠেননি এবং তিনি এই ম্যাচে খেলবেন না। তার লক্ষ্য এখন আসন্ন এল ক্লাসিকোতে মাঠে ফেরা। ডানপাশেও সমস্যা আছে—হ্যামস্ট্রিং চোটের কারণে জুল কুন্দেও এই ম্যাচে থাকছেন না।

 

গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগেন চ্যাম্পিয়নস লিগের জন্য নিবন্ধিত নন, ফলে তাকেও পাবে না বার্সা। এছাড়া মার্ক কাসাদো, পাবলো তোরে এবং দীর্ঘদিনের চোটে থাকা মার্ক বেরনালও দলে ফিরতে পারেননি।

 

মিউনিখে ৩১ মে অনুষ্ঠিতব্য ফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে বার্সেলোনাকে কঠিন চ্যালেঞ্জ উতরে যেতে হবে ইন্টার মিলানের ঘরের মাঠে। তবে লেভানডভস্কির মতো একজন পরীক্ষিত গোলদাতাকে পাশে পাওয়াটা যে বার্সাকে আত্মবিশ্বাসী করে তুলেছে, তাতে কোনো সন্দেহ নেই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর