শনিবার, ১০ মে ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন

আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকের ঘোষণা দিল এনসিপি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৪ সময় দেখুন

ঢাকা, ০৯ মে ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার বিকালে রাজধানীর মিন্টো রোডে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবার রাজধানীর শাহবাগ মোড় ব্লকের ঘোষণা দিলেন

 

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বাংলাদেশের অগ্রগতি সেদিন থেকে শুরু হবে, যেদিন বাংলাদেশ টাইটেল পাবে “বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ”। আমরা সকলকে একত্রিত করতে এই জমায়েতের ব্যবস্থা করেছি। এখান থেকে গিয়ে আমরা এখন আমরা শাহবাগ অবরোধ করবো। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা না হবে না, ততক্ষণ আমরা শাহবাগ ছাড়ব না।’

 

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, ‘ইতিহাসের প্রত্যেকটা স্তরে স্তরে আওয়ামী লীগের হাতে রক্ত লেগে রয়েছে। ২০০৬ সালে লগি-বৈঠা দিয়ে তারা হত্যা-খুন করেছে। ভারতীয়দের সহায়তায় আমাদের দেশপ্রেমিক বিডিআরদের পিলখানায় হত্যা করা হয়েছে। শাপলায় গণহত্যা চালিয়েছে। আওয়ামী লীগের ফিরিস্তি অনেক দেওয়া হয়েছে, আর নয়। আওয়ামী লীগ নামক ভাইরাস নিয়ে এ বাংলাদেশে থাকতে চাই না।’

 

তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি, হাসিনা ছিল মোদির বেতনভুক্ত কর্মচারী। এখন থেকে বাংলাদেশের রাজনীতি এই ভূখণ্ড থেকে নির্ধারিত হবে। বিদেশের প্রেসক্রিপশন এদেশে আর চলবে না।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর