রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন

আশুলিয়ার কান্দাইল এলাকায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী ও ক্রেতাসহ ৪জন গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১৩ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): অদ্য ১৩ সেপ্টেম্বর ২০২৫ সাভারের বাইপাইল এলাকায় যৌথবাহিনী কর্তৃক পরিচালিত নিয়মিত রাত্রিকালীন টহলের সময় সন্দেহজনকভাবে চলাচলরত ৩ জন মোটরসাইকেল আরোহীকে চিহ্নিত করা হয়। সেনা টহল দল সংকেত দিলে তারা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে ধাওয়া করে সেখান থেকে দুই যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদকাসক্ত অবস্থায় ছিল এবং তাদের নিকট থেকে অল্প পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

 

অভিযুক্তদের দেয়া তথ্যের ভিত্তিতে সেনা টহল দল স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত অপর একজন ব্যক্তিকে শনাক্ত করে। পরবর্তীতে অভিযান চালিয়ে বকুল (৪২) এবং আজিজুর (৪০), কান্দাইল, গাজীরচট, আশুলিয়া-কে হাতে-নাতে আটক করা হয়। তাদের বাড়িতে তল্লাশির সময় উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা ও একটি দেশীয় অস্ত্র (দা) উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত মালামাল: একটি পালসার মোটরসাইকেল। ১২২ পোট গাঁজা (বিক্রির জন্য প্যাকেট করা) এবং গাজা তৈরির সরঞ্জাম।কিছু দেশীয় অস্ত্র।

 

আটককৃত ব্যক্তি:  রাব্বি (১৬), কান্দাইল, গাজীরচট, সাইদুর (১৭), কান্দাইল, গাজীরচট, বকুল (৪২), কান্দাইল, গাজীরচট

আজিজুর (৪০), কান্দাইল, গাজীরচট, আশুলিয়া, ঢাকা।

 

পরবর্তীতে আটক ব্যক্তিবর্গ এবং উদ্ধারকৃত মোটরসাইকেল, মাদকদ্রব্য ও অস্ত্র আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

যৌথবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর