মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ০৯ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার জামগড়ায় স্ত্রীর হাতুড়ির আঘাতে স্বামী মো. হানিফ (৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) মধ্যরাতে মোবাইল ফোনকে কেন্দ্র করে শুরু হওয়া পারিবারিক কলহের জেরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হানিফের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। তিনি স্ত্রী রুবি ও দুই ছেলে মেহেদী ও মারুফকে নিয়ে জামগড়া এলাকার শরীফ মার্কেট সংলগ্ন শরীফের বাড়ির চারতলার একটি ফ্ল্যাটে প্রায় পাঁচ বছর ধরে ভাড়া থাকতেন। হানিফ পেশায় কাঠমিস্ত্রি ছিলেন, আর স্ত্রী রুবি স্থানীয় একটি গার্মেন্টস কারখানায় কাজ করতেন।
বৃহস্পতিবার রাতে বড় ছেলে মেহেদীর মোবাইল ফোন ব্যবহার নিয়ে বাবা-মায়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তুমুল ঝগড়া বাঁধে এবং রুবি হাতের কাছে থাকা হাতুড়ি দিয়ে স্বামী হানিফের মাথায় আঘাত করেন। এতে হানিফ গুরুতর আহত হলে স্বজনরা দ্রুত তাকে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে পুলিশ হানিফের স্ত্রী রুবি ও বড় ছেলে মেহেদীকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি হাতুড়ি আলামত হিসেবে জব্দ করা হয়।
বাড়ির মালিক মোঃ শরীফ বলেন, “ওরা প্রায় পাঁচ বছর ধরে আমার বাড়িতে ভাড়া থাকে। বৃহস্পতিবার রাতে ছেলের মোবাইল ব্যবহার নিয়ে ওদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে শুনি, হানিফ গুরুতর আহত হয়ে হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখানেই মারা গেছে। রাতে তারা ফ্ল্যাটে তালা দিয়ে বেরিয়ে যায়। পরে পুলিশ এসে স্ত্রীর কাছ থেকে চাবি নিয়ে ফ্ল্যাট খুলে হাতুড়িটি উদ্ধার করে নিয়ে যায়।”
নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে, তারা ইতোমধ্যেই গ্রামের বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানিয়েছে শরীফ। এ ঘটনায় আশুলিয়া থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন। পুলিশ বলছে, তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
Leave a Reply