শুক্রবার, ০২ মে ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন

আশুলিয়ায় বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের র‍্যালী ও সমাবেশ 

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১২ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ০১ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকার আশুলিয়ায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে র‍্যালি, মানববন্ধন ও সমাবেশ করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ ও শ্রমিকরা।

 

আজ সকালে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের  জামগড়ার মালিহা সিএনজি পাম্পের সামনে থেকে বিভিন্ন স্লোগান নিয়ে একটি র‍্যালী বের করেন তারা। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি শামীম খানের নেতৃত্বে র‍্যালিটি ছয়তলা মহাসড়ক প্রদক্ষিণ করে ফ্যান্টাসি কিংডমের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

 

শ্রমিক নেতা শামীম খান বলেন, আজ সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা দিন। তাই মহনা মে দিবস পালন করা হয়। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। ওই দিন অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে কয়েকজন শ্রমিককে জীবন দিতে হয়।

 

মহান মে দিবস পৃথিবীর দেশে দেশে শ্রমিক শ্রেণির আন্তর্জাতিকভাবে সংহতি ও ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার প্রকাশের দিন। মহান মে দিবস পৃথিবীর সব শ্রমজীবী মানুষের এক অমর প্রেরণার উৎস। এই সমাবেশ থেকে আমরা তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। এসময় র‍্যালীতে অন্যান্য নেতৃবৃন্দ ও পোশাক শ্রমিকরা অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর