মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১০ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলার আশুলিয়া থানাধীন -আশুলিয়া বাজার ক্যাম্পে এর এস আই মাহবুব উল্লাহ সরকার ও সঙ্গও ফোর্স এএসআই মতিউর রহমানের নেতৃত্বে মির্জা রুবেল নামে এক ডাকাত দলের সদস্য কে ডাকাতি করার সময় অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করেন। বৃহস্পতিবার ভোর (৩)টায় সময় ( ৯ অক্টোবর) ২০২৫ তারিখে রাত ৯ ঘটিকার সময় আশুলিয়া থানাধীন পলমল মোড় হইতে সদরপুরের দিকে যাওয়ার পথে গৌরিপুর গ্রামস্থ পলমল গার্মেন্টসের পাশে সদরপুর রোডে ন্যাচারাল নার্সারীর সামনে।
পাকা রাস্তার উপর পৌঁছালে পুলিশের গাড়ীকে ৮/১০ জনের একদল ডাকাত রাস্তায় গাছ ফেলে বাধা প্রদান করলে, জীবনের ঝুকি নিয়ে ৩ ফোর্স সহ দ্রুত গাড়ী থেকে নিচে নামিলে ডাকাত দলের সদস্যরা গুলি করতে করতে পশ্চিম দিকে যেতে থাকে।
পরে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঘটনার স্থলে ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার কোরতে সক্ষম হয়। তার নাম মির্জা রুবেল ওরফে সুমন (৪৫) সে টাঙ্গাইল সদর জেলার নামদার কুমুল্লি খানপাড়া গ্রামের মির্জা বিষু ওরফে আব্দুর রহমান খানের ছেলে তার মায়ের নাম রুবি খানম।
তাকে তল্লাশি কালে একটি সচল রিভলভার উদ্ধার করা হয়। এঘটনায় আশুলিয়া বাজার ক্যাম্পে একটি সাধারণ ডায়েরী করা হয় যার নং – ১৭০- তার নামে পূর্বেও ৭/৮ ডাকাতি মামলা রয়েছে সূত্রে জানা যায় গ্রেফতারকৃত আসামি একজন দুর্ধর্ষ ডাকাত।
ধৃত আসামীকে জিজ্ঞাবাদ করা হলে নাম ঠিকানা প্রকাশ করে এবং আসামী সহ অজ্ঞাতনামা আসামীরা একত্রিত হইয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহন কোরতে ছিল বলে মর্মে স্বীকার করে। তার সহযোগী অজ্ঞাতনামা আসামীদের নাম ঠিকানা সম্পের্কে জিজ্ঞাসাবাদে সুনিদিষ্ট কোন তথ্য প্রদান করে নাই।
এব্যাপারে আশুলিয়া বাজার ক্যাম্পের, এস আই মাহবুব উল্লাহ সরকার দেশ সংবাদ প্রতিবেদককে জানিয়েছেন অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজ করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply