রবিবার, ০৪ মে ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

আমি শুধুমাত্র কিমের শুভ কামনা করছি : বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ২২৬ সময় দেখুন

উত্তর কোরীয় নেতা কিম জং উনকে নিয়ে ধোঁয়াশা কাটছে না। তিনি সুস্থ নাকি অসুস্থ, বেঁচে আছেন নাকি মারা গেছেন এমন অনেক খবরই কয়েকদিন ধরে সামনে এসেছে। তবে এ বিষয়ে কিছুই জানায়নি উত্তর কোরিয়া। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি কিম জং উনের স্বাস্থ্যের খবর জানেন।

সোমবার হোয়াইট হাউসে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমি এখন সব কথা বলতে পারছি না। তবে তার স্বাস্থ্য সম্পর্কে আমার ধারণা আছে। আমি শুধুমাত্র শুভ কামনা করছি।’

ট্রাম্পের এই বক্তব্যের পরেই কয়েকগুণ বেড়েছে উৎসুকতা। কেন ট্রাম্প এমন করে ধোঁয়াশা জিইয়ে রাখলেন, তা বুঝতে পারছেন না অনেকেই।

গত ১৫ এপ্রিল রাষ্ট্র ক্ষমতায় কিম পরিবারের প্রতিষ্ঠাতা ও দাদা কিম ইল সানের জন্মবার্ষিকী অনুষ্ঠানে কিং জং উন উপস্থিত না থাকায় তাকে ঘিরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে নানা জল্পনা তৈরি হতে থাকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর