আফগানিস্তানে পূর্বাঞ্চলীয় লোগার প্রদেশের পুলে আলান এলাকায় বোমা বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন। প্রাদেশিক পরিষদের প্রধান হাসিব স্তানেকজাই হতাহতের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হতাহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য রয়েছেন।
আফগান সরকার ও তালেবানের মধ্যে যখন একটি শান্তি চুক্তি হতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে তখন এই বিস্ফোরণ ঘটলো। লোগার প্রদেশের পুলিশের মুখপাত্র শাহপুর আহমাদিজাই জানান, নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। বোমা বিস্ফোরণে বেসামরিক লোকজনও হতাহত হয়েছে বলে তিনি আশংকা করেন। তালেবান হামলার দায়িত্ব অস্বীকার করেছে।
Leave a Reply