মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন

আগামী জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৪ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ০৬ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আট বছর পর শ্রীলঙ্কার মাটিতে আগামী মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। যেখানে লঙ্কানদের বিপক্ষে দুইটি টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

 

চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাত হয়ে পাকিস্তান সফর করবে বাংলাদেশ। এরপর সেখান থেকেই সরাসরি শ্রীলঙ্কার বিমান ধরবেন টাইগাররা। ১৩ই জুন শ্রীলঙ্কায় পৌছাবে লিটন-শান্তরা। সোমবার আসন্ন এই সিরিজের সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

 

সূচি অনুযায়ী: আগামী ১৭ জুন গল টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। কলম্বোর সিংহলিজ স্পোর্টস কমপ্লেক্সে সিরিজের শেষ টেস্ট হবে ২৫ জুন।

 

এরপর ২, ৫ ও ৮ জুলাই অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে ম্যাচ। এর মধ্যে প্রথম দুটি ম্যাচ হবে কলম্বোতে এবং শেষ ম্যাচটি হবে পাল্লেকেলেতে।

 

সবশেষে, তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১০, ১৩ ও ১৬ জুলাই, যথাক্রমে পাল্লেকেলে, ডাম্বুলা ও কলম্বোতে।

 

এর আগে ২০২১ সালে শেষবার যখন বাংলাদেশ শ্রীলঙ্কায় সফর করেছিল, তখন ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে ফিরেছিল টাইগাররা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর