সোমবার, ১২ মে ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন

আওয়ামী লীগের সম্পদ বাজেয়াপ্ত করে তা জনকলাণে ব্যয় করতে হবে : নুরুল হক নুর

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৬ সময় দেখুন

ঢাকা, ১১ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রোববার (১১ মে) দুপুরে পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগের গত ১৬ বছরের শাসনামলে অবৈধভাবে অর্জিত অর্থ ও লুটপাট করা জনগণের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। আওয়ামী লীগের সম্পদ বাজেয়াপ্ত করে তা জনকলাণে ব্যয় করতে হবে।

 

আওয়ামী লীগকে ফ্যাসিবাদী ও সীমান্তপারের ষড়যন্ত্রকারী বলে অভিহিত করে নুর আরও বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে দেশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে।

 

আওয়ামী লীগকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করার দাবি জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে ঝুলিয়ে রাখা হলে তা একসময় দেশের জন্য বড় সংকট হয়ে দাঁড়াবে।’

 

আওয়ামী লীগ এখন আর শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং এটি ওপার থেকেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন নুর। বলেন, গত নয় মাসে তারা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে।

 

বর্তমান অন্তর্বর্তী সরকারের ভেতরে আপসকামী চরিত্রের উপদেষ্টা থাকার অভিযোগ তুলে নুর বলেন, ‘সরকারের উপদেষ্টা পরিষদের কিছু সদস্য বিদেশি দূতাবাসে গিয়ে গোপন বৈঠক করছেন। এরপরই আমরা দেখি করিডর দেওয়ার ঘোষণা ও আওয়ামী লীগের পুনর্বাসনের ইঙ্গিত। সেই ধারাবাহিকতায় ফ্যাসিবাদী আওয়ামী লীগের পৃষ্ঠপোষক সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগ করেন।’

 

শেখ হাসিনা সরকারের দোসর সাবেক রাষ্ট্রপতির পালিয়ে যাওয়ার পেছনে ইমিগ্রেশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভূমিকা থাকতে পারে বলে সন্দেহ করেন গণঅধিকার পরিষদ সভাপতি।

 

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে গত বৃহস্পতিবার রাত থেকে এনসিপিসহ বিভিন্ন দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে, পরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও শাহবাগে টানা অবস্থান কর্মসূচি পালন করে। এই আবহে উপদেষ্টা পরিষদ জররি সভা করে সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগের বিচার না হওয়া পর‌্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

 

এই সরকার জনগণের রক্ত-ঘাম ও জেল-জুলুমের বিনিময়ে গঠিত হয়েছে উল্লেখ করে নূর বলেন, ‘এ সরকারের বিরুদ্ধে যদি ঘেরাও করে আমাদের দাবি আদায় করতে হয়, তাহলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা আশা করি, যেকোনো জনসম্পৃক্ত দাবি প্রধান উপদেষ্টা গুরুত্ব দিয়ে দেখবেন।’

 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর