শনিবার, ০৩ মে ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর নেতৃত্বে প্রোটিয়া সিরিজে মাঠে নামবে বাংলাদেশ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৮ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ০৩ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঘরের মাঠে শক্তিশালী দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে চূড়ান্ত ইমার্জিং দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেট তারকাদের নিয়ে গঠিত এই ইমার্জিং দলের নেতৃত্বে রয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।

 

ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কেড়েছেন যেসব ক্রিকেটার, তারাই জায়গা পেয়েছেন এই স্কোয়াডে। আবাহনীর হয়ে শিরোপা জয়ে বড় ভূমিকা রাখা রাকিবুল হাসান ও মাহফুজুর রহমান রাব্বি দলে আছেন। রাকিবুল হাসান ডিপিএলে সর্বোচ্চ ৩০ উইকেট (মোসাদ্দেকের সঙ্গে যৌথভাবে) এছাড়াও রাব্বি নিয়েছেন ১৯ উইকেট, স্পিন আক্রমণে হতে পারেন তিনি তুরুপের তাস।

 

স্পিন আক্রমণে আরো থাকছেন গাজী গ্রুপের দুই তারকা—লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকী ও শেখ পারভেজ জীবন। দুজনের উইকেট সংখ্যাও বেশ চোখে পড়ার মতো, যথাক্রমে ১৯ ও ২১। ওয়াসির ব্যাট হাতেও আছে কার্যকর ভূমিকা রাখার সামর্থ্য।

 

পেস বোলিং ইউনিটে রয়েছেন মারুফ মৃধা, রিপন মণ্ডল ও আসাদুজ্জামান পায়েল। মারুফ মৃধা যুব এশিয়া কাপে ২০২৩ ও ২০২৪ সালে বাংলাদেশ দলের জয়ে রেখেছেন বড় ভূমিকা। তাদের গতি ও নিখুঁত লাইন-লেংথ হতে পারে প্রতিপক্ষের জন্য চ্যালেঞ্জ।

আকবর আলীর নেতৃত্বে প্রোটিয়া সিরিজে মাঠে নামবে বাংলাদেশ

বিপিএল নিয়ে আত্মবিশ্বাসী রাজশাহী: আকবর আলী

 

অধিনায়ক আকবর আলীর সঙ্গে থাকছেন জিসান আলম, আহরার আমিন ও প্রীতম কুমারের মতো সম্ভাবনাময় ব্যাটাররা।

 

সিরিজ সূচি একনজরে

 

ওয়ানডে সিরিজ (রাজশাহী):

 

১ম ম্যাচ: ১২ মে

২য় ম্যাচ: ১৪ মে

৩য় ম্যাচ: ১৬ মে

 

চার দিনের ম্যাচ:

 

১ম ম্যাচ: ২০ মে, চট্টগ্রাম

২য় ম্যাচ: ২৭ মে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম

 

বাংলাদেশ ইমার্জিং স্কোয়াড:

 

আকবর আলী (অধিনায়ক), মোহাম্মদ মাহফিজুল ইসলাম, জিসান আলম, রায়ান রাফসান রহমান, আরিফুল ইসলাম, আহরার আমিন, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি, তোফায়েল আহমেদ রায়হান, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, মারুফ মৃধা, রিপন মণ্ডল, আসাদুজ্জামান পায়েল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর